‘দেবিদ্বারের সবাইকে নিয়ে পর্যায়ক্রমে সব অপকর্ম বন্ধ করা হবে’

0

কুমিল্লার দেবিদ্বারে নবনির্বাচিত সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকালে গুনাইঘর উত্তর ইউনিয়নের বাঙ্গুরী উচ্চ বিদ্যালয় মাঠে এই সংবর্ধনা দেওয়া হয়।

গুনাইঘর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোকবল হোসেন মুকুলের সভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠান সঞ্চালনা করেন গুনাইঘর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল হাসান রাসেল। 
 
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবুল কালাম আজাদ বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সারা দেশে যেভাবে উন্নয়ন করছেন তেমনি দেবিদ্বারেও উন্নয়ন হবে। দেবিদ্বারে আর কাউকে লুটপাট করতে দেওয়া হবে না। দেবিদ্বার হবে শান্তির দেবিদ্বার। দেবিদ্বারে ইতোমধ্যে সিএনজি অটোরিক্সা থেকে জিবি নামক চাঁদাবাজি এবং গোমতী নদীর মাটি কাটা বন্ধ করা হয়েছে। দেবিদ্বারের সবাইকে নিয়ে পর্যায়ক্রমে সকল অপকর্ম বন্ধ করা হবে। শেখ হাসিনার নেতৃত্বে দেবিদ্বার হবে উন্নয়নের আরেক রোল মডেল।

এর আগে সকালে আবুল কালাম আজাদ উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শুভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কুমিল্লা বারুজীবী কল্যাণ সমিতির আয়োজনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here