দেড় লাখ টাকা নিয়ে ধরিয়ে দেওয়া হলো ভিম সাবান

0
দেড় লাখ টাকা নিয়ে ধরিয়ে দেওয়া হলো ভিম সাবান

কুমিল্লা নগরীতে প্রতারক চক্র সৌদি রিয়ালের লোভ দেখিয়ে দেড় লাখ টাকা নিয়ে ধরিয়ে দেয় ভিম সাবান! এনিয়ে প্রতারিত একজন হজ মোয়াল্লেম কুমিল্লা কোতয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। 

বুধবার মোয়াল্লেম মাওলানা মো. সলিম উল্লাহ সেলিম সংবাদকর্মীদের এ তথ্য জানান। তিনি নগরীর ভাটপাড়া এলাকার বাসিন্দা। অভিযুক্তরা হলেন- নেত্রকোনা সদরের কুমারপাড়া গ্রামের মো. মানিক মিয়ার ছেলে মো.সুজন মিয়া (২৯) ও আরেকজন অজ্ঞাত।

অভিযোগে তিনি উল্লেখ করেন, তিনি নগরীর নজরুল এভিনিউতে ১০ অক্টোবর একটি মানি এক্সচেঞ্জে যান সৌদি রিয়াল ক্রয় করতে। মানি এক্সচেঞ্জের সামনে দুইজন ব্যক্তি মোয়াল্লেম সেলিমকে এক বান্ডিল রিয়াল দেখিয়ে বলেন- কম দামে বিক্রি করবেন। তিনি কম দামে পাবেন এই ভরসায় রাজি হলে তাকে রেইসকোর্স এলাকার প্লাজার সামনে টাকা নিয়ে যেতে বলেন। তিনি সেখানে দেড় লাখ টাকা নিয়ে যান। এক পর্যায়ে প্রতারকের সহকারী সুজন তাকে টিস্যু দিয়ে বলেন-ঘেমে গেছেন মুখ মুছে নিন। মুখ মোছার পর তিনি হুশ হারিয়ে ফেলেন। হুশ ফেরার পর দেখেন তার হাতের টাকা নেই। তাকে একটি ব্যাগ ধরিয়ে দেয়া হয়েছে। তিনি খুলে দেখেন ব্যাগে কাপড় পেছানো একটি ভিম সাবান। আসামিদের ব্যবহার করা ফোন নম্বর থেকে তিনি প্রধান আসামির সহকারী সুজনের ছবি ও ঠিকানা সংগ্রহ করেন। এছাড়া তিনি ফোনে প্রধান আসামির ছবি কৌশলে তুলে রাখেন।

অভিযোগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কুমিল্লা নগরীর কান্দিরপাড় ফাঁড়ির এসআই মনিরুজ্জামান বলেন, মোয়াল্লেম মাওলানা মো. সলিম উল্লাহ সেলিম ১১ অক্টোবর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here