জামালপুরের দেওয়ানগঞ্জে আকলিমা খাতুন(২২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করেছে তার স্বামী।
বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার চুকাইবাড়ী ইউনিয়নের নয়াগ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক স্বামী হেলাল(৪০) কে আটক করেছে পুলিশ।
নিহতের মা বেহুলা বেগম জানান, বিয়ের পর থেকেই আমার মেয়েকে নির্যাতন করতো। নির্যাতন সহ্য করতে না পারায় কিছুদিন আগে আমার মেয়েকে আমাদের বাড়িতে নিয়া যাই। গত ১১ দিন আগে হেলাল আমার মেয়েকে ফুসলিয়ে এনে হত্যা করেছে বলে অভিযোগ করেন নিহতের মা। হেলাল-আকলিমা দম্পতির ৮ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।