এখনও শীত ঠিক করে পড়েনি, তার আগেই ভারতের রাজধানী দিল্লিতে বায়ুদূষণ আরও ভয়ানক পরিস্থিতির দিকে। সেখানে গত ছয়দিন ধরে ভয়াবহ পরিস্থিতি চলছে, যা এখন অত্যন্ত ভয়াবহতার পর্যায়ে। এমন পরিস্থিতিতে দিল্লিতে সকল প্রাইমারি স্কুল আগামী ১০ নভেম্বর পর্যন্ত বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।
আগেই দিল্লি সরকার পঞ্চম শ্রেণি পর্যন্ত সমস্ত প্রাথমিক বিদ্যালয় ৫ নভেম্বর পর্যন্ত বন্ধ রাখার কথা ঘোষণা দিয়েছিল। পরে বাতাসে দূষণের মাত্রা ক্রমেই বেড়ে যাওয়ায়
দিল্লির স্বাস্থ্যমন্ত্রী অতিশী জানিয়েছেন, প্রাথমিক বিদ্যালয়গুলি বন্ধ রাখার সময়সীমা ১০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত ক্লাস বন্ধ রাখার দরকার নেই। তবে স্কুল চাইলে অনলাইন ক্লাস করাতে পারে।
সূত্র : দ্য ওয়াল।