ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত রাজশাহী বিভাগের আটটি জেলার সাংবাদিকদের সংগঠন রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে।
শনিবার ঢাকার সেগুনবাগিচা এলাকায় সংগঠনের নেতারা ইফতার বিতরণ করেন। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার সভাপতি মুজিবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীপক দেবের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজ্জাদ আলম খান তপুসহ সংগঠনের নেতারা। এ সময় শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এরপর ঢাকায় কর্মরত রাজশাহী বিভাগের আট জেলার সাংবাদিক নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।