‘দুর্ভিক্ষের ঝুঁকিতে’ গাজার ৪০ শতাংশ মানুষ

0

ফিলিস্তিনের গাজা উপত্যকায় টানা আড়াই মাসেরও বেশি সময় ধরে নির্বিচারে বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে ধ্বংস হয়েছে ওই উপত্যকার বহু সংখ্যক স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জা ও হাসপাতাল। ফলে গাজায় দেখা দিয়েছে তীব্র মানবিক সংকট।

এই সংকট এতটাই প্রকট যে, ভূখণ্ডটির প্রায় ৪০ শতাংশ মানুষ ‘দুর্ভিক্ষের ঝুঁকিতে’ রয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনে নিযুক্ত জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ।

গত ৭ অক্টোবর থেকেই গাজায় ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভূখণ্ডটিতে ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ২১ হাজার ছাড়িয়ে গেছে। নিহতদের মধ্যে ১৫ হাজারেরও বেশি নারী ও শিশু।

গাজার ইউএনআরডব্লিউএ বিষয়ক পরিচালক থমাস হোয়াইটকে উদ্ধৃত করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে বলা হয়েছে, “প্রতিটি দিন বেঁচে থাকার জন্য, খাদ্য এবং খাবার পানীয় খুঁজে বের করার জন্য (গাজাবাসীদের) সংগ্রাম করতে হচ্ছে।”

তিনি আরও বলেন, “বাস্তবতা হচ্ছে, আমাদের আরও সাহায্য দরকার। আর এই পরিস্থিতিতে আমাদের একমাত্রটি যে আশা অবশিষ্ট আছে তা হচ্ছে- মানবিক যুদ্ধবিরতি কার্যকর করা।”  সূত্র: আল জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here