কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নয়ন মিয়াকে (৩৬) কুপিয়ে দুই হাতের কব্জি বিছিন্ন করে ফেলেছে দুর্বৃত্তরা। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
নয়ন মিয়া কটিয়াদী উপজেলার সহস্রাম ধুলদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান মিয়ার ছেলে।
কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দাউদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।