দুর্নীতি, লুটপাট ও অপরাজনীতির কারণে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয়নি : শিবির সভাপতি

0

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ‘এ সমাজের দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজির ও অপরাজনীতির কারণে দক্ষ দেশ প্রেমিকের অভাবে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন হয়নি। আমাদের নেতৃত্বরা কখনো দেশ নিয়ে ভাবেনি। তারা ভেবেছে কীভাবে ভোট ডাকাতি করা যায়, কীভাবে রাতে নির্বাচন করা যায়।’

শনিবার (৮ ফেব্রুয়ারি) নোয়াখালী শহর শিবির শাখা আয়োজিত ইবনে আউফ কমার্স কার্নিভাল ২৫ এর অনুষ্ঠানে প্রধান অতিথি শিবির সভাপতি এ কথা বলেন।

তিনি আরও বলেন, এই ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা আমাদের প্রতিপাদ্য ঠিক করেছি মেধা ও সততায় গড়বো সবার বাংলাদেশ। যে বাংলাদেশটা আমার হবে আপনার হবে। যে বাংলাদেশে কোনো ধর্মীয় বৈষম্য থাকবে না। কোনো শ্রেণি-পেশার বৈষম্য থাকবে না। ধনী-গরিব কোনো বৈষম্য থাকবে না। সবাই তার নাগরিক সমান সুযোগ পাবে।

শিবির সভাপতি বলেন, শিবির চায় এদেশের ছাত্র সমাজের মাঝে মেধা ও যোগ্যতার বিকাশ ঘটাতে। বাংলাদেশ অপার সম্ভাবনার দেশ, কিন্তু দুর্নীতি, চাঁদাবাজি, অপরাজনীতি ও দক্ষ নেতৃত্বের অভাবে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারেনি। 

অনুষ্ঠান উদ্বোধন করেন ইসলামি ছাত্রশিবির নোয়াখালী শহর শাখার সভাপতি মো.হাবিবুর রহমান আরমান। সেক্রেটারি আবদুল্লাহ আল মাহবুবের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় ব্যবসা বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা, এডভোকেট রাকিব আবদুল্লাহ, আহমাদুল্লাহ আজিজি, কার্যপরিষদ সদস্য ডা. সাইফুল্লাহ সাঈফ,  নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক জামসেদুল ইসলাম ও সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জিয়াঊল হক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here