জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ‘দুর্নীতির কারণেই হজযাত্রীদের জন্য জনপ্রতি প্রায় ৭ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।’
তিনি বলেন, ‘দেশের মানুষ যেন অর্ধেক খরচে হজ যেতে পারেন সে উদ্যোগ সরকারকেই নিতে হবে। প্রয়োজনে ভর্তুকি দিতে হবে হজের জন্য। হজ ফান্ড করতে হবে।’
দেশের মানুষ হজ ফান্ডে টাকা দিতে প্রস্তুত উল্লেখ করে জিএম কাদের বলেন, ‘দেশের মানুষ সাধ্যমতো সহায়তা দিতে রাজি।’
জাপা চেয়ারম্যান বলেন, ‘কারও স্বার্থ রক্ষার জন্য আমরা রাজনীতি করি না। আমাদের রাজনীতি জনগণের স্বার্থরক্ষার জন্য। জনগণের পছন্দের জনপ্রতিনিধি হতে হবে। আমরা জনগণের সব অধিকার রক্ষা করতেই রাজনীতি করছি। আমরা কোনো দলের বি-টিম নই।’