বিশ্বকাপ থেকে বিপিএল আর সেই রেশ ছুঁয়ে চলতি শ্রীলঙ্কা সিরিজ। মাহমুদউল্লাহ রিয়াদ বাজিমাত করেই চলেছেন।
তার ব্যাট যেনো হয়ে উঠেছে খাপ খোলা তলোয়ার। সব তর্কের জবাব রিয়াদ যেনো ব্যাটেই দিয়ে চলেছেন।
তবে শ্রীলঙ্কার বিপক্ষে ফিরেই রীতিমতো ঝড় তুলেছিলেন রিয়াদ। ২৭ বলেই তিনি অর্ধশক ছুয়েছিলেন। এটি তার ক্যারিয়ারে সপ্তম ফিফটি।
তবে ২০৭ রানে লক্ষ্যে খেলতে নামা রিয়াদ ফিফটিকে বেশিদূর এগিয়ে নিতে পারেননি। ৩১ বলে ৫৪ রান করে মাহেশ থিকশানার শিকার হয়ে সাজঘরে ফেরেন তিনি।