এফএ কাপে জয় পেয়েছে প্রিমিয়ার লিগের দল লিডস ইউনাইটেড। ডার্বি কাউন্টির বিপক্ষে ৩–১ গোলের জয় তুলে নেয় ড্যানিয়েল ফার্কির শিষ্যরা।
রবিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টার ম্যাচটি অনুষ্ঠিত হয়।
ম্যাচে বেরেরটন দিয়াজের গোলে ৩৫ মিনিটে এগিয়ে যায় ডার্বি। তবে দ্বিতীয়ার্ধে সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখা যায়। তিনটি গোল করে ম্যাচ নিজেদের করে নেয় লিডস।
ম্যাচের শুরুটা ছিল কিছুটা অগোছালো। প্রথমার্ধের ত্রিশ মিনিটের মধ্যে লিডসের প্রথম বড় সুযোগ আসে যখন জোয়েল পিরো একটি কোণ থেকে পোস্টে শট করেন। এটি ডার্বিকে আত্মবিশ্বাস জোগায়। পরবর্তীতে লুকাস নমেচা বক্সে ঢোকার সময় গোলরক্ষক জ্যাকব উইডেল জেটারস্ট্রমের ফাউল পান, যা ডার্বিকে পেনাল্টি এনে দেয়। কিন্তু জেটারস্ট্রম চমকপ্রদ ডাইভ দিয়ে পেনাল্টি সেভ করে। মাত্র দুই মিনিট ২০ সেকেন্ডের মধ্যেই দিয়াজের একটি নিখুঁত শটে লিডসের জালে বল পাঠিয়ে ডার্বিকে এগিয়ে নেন।
দ্বিতীয়ার্ধের শুরুতেই লিডসের আক্রমণ আরও ধারালো হয়। ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত লিডসকে থামানোর চেষ্টা চালায় ডার্বি। তবে জেমস জাস্টিনের ৯৩ মিনিটের কাউনটার-অ্যাটাক শেষ পর্যন্ত জয়ের ব্যবধান নিশ্চিত করে। এই জয়ে লিডস এফএ কাপে আরও এক ধাপ এগিয়ে গেছে।

