দুর্দান্ত গোল করেও অ্যাতলেতিকোকে জেতাতে পারলেন না আলভারেজ

0
দুর্দান্ত গোল করেও অ্যাতলেতিকোকে জেতাতে পারলেন না আলভারেজ

স্প্যানিশ লা লিগায় নতুন মৌসুমটা জয় দিয়ে শুরু করতে পারলো না অ্যাতলেতিকো মাদ্রিদ। ২০২৫-২০২৬ মৌসুমের প্রথম ম্যাচে আগে লিড নিয়েও এস্পানিওলের কাছে ২-১ গোলে হেরে গেছে দিয়োগো সিমিওনের দল।

নতুন মৌসুমে আলেক্স বাইনা, ডেভিড হানকো, জনি কার্দোসো ও জিয়াকোমো রাসপাদোরির মতো তারকাদের দলে এনেও জয় বঞ্চিত সিমিওনের শিষ্যরা। অন্যদিকে বিদায় দিয়েছে অ্যাঞ্জেল কোরেয়া, রদ্রিগো ডি পল ও সিজার আজপিলিকুয়েতাকে।

ম্যাচের প্রথমার্ধে স্লোভাকিয়ার সেন্টার-ব্যাক হানকো আতলেতিকোর হয়ে সেরা সুযোগ তৈরি করেন। তবে তার হেড সোজা গোলরক্ষক মার্কো দিমিত্রোভিচের হাতে চলে যায়।

৩৭ মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে দুর্দান্ত গোল করে সফরকারী অ্যাতলেতিকোকে এগিয়ে দেন হুলিয়ান আলভারেজ। আর্জেন্টাইন তারকার বাঁকানো শট গোলরক্ষকের নাগালের বাইরে গিয়ে জালে জড়ায়।

ম্যাচের বয়স যখন প্রায় এক ঘণ্টা, তখন নিজের দ্বিতীয় গোল করার সুযোগ পান আলভারেজ। তবে আর্জেন্টাইন ফরোয়ার্ডের শট পোস্টে লেগে ফেরায় অ্যাতলেতিকোর লিড বাড়ার সুযোগ মিস হয়।

৭৩ মিনিটে মিগেল রুবিওর গোলে সমতা ফেরায় এস্পানিওল। এরপর ৮৪ মিনিটে ওমর এল হিলালির ক্রসে হেড করে জয় স্বাগতিকদের জয় নিশ্চিত করেন বদলি খেলোয়াড় পেরে মিয়া।

গত মৌসুমে শিরোপাজয়ী বার্সার চেয়ে ১২ পয়েন্ট পিছিয়ে তৃতীয় হয়ে লিগ শেষ করেছিল অ্যাতলেতিকো। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here