নেত্রকোনায় বাড়ির সামনের পুকুরের পানিতে ডুবে সাফায়েত নামের আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জেলার সীমান্ত উপজেলা দুর্গাপুরের কুল্লাগড়া ইউনিয়নের নালিয়াকান্দা গ্রামের ফরিদ মিয়ার আড়াই বছরের শিশু সাফায়েত খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। পরে খোঁজাখুঁজি করে না পেয়ে সন্ধ্যার দিকে শিশুটির অর্ধেক শরীর ভেসে উঠলে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. সাদ্দাম হোসাইন জানান, পরিবারের লোকজন শিশুটিকে হাসপাতালে নিয়ে আসলে মৃত পাওয়া যায়।
দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হান্নান জানান, আবেদনের পরিপ্রেক্ষিতে শিশুর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।