এবার আসল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর দুরবিন। এ দুরবিন একই সাথে ক্যামেরার কাজ করবে, সেই সাথে করবে ভ্রমণ গাইডের কাজও।
এআই নির্ভর দুরবিন বাজারে এনেছে অস্ট্রিয়ার কোম্পানি স্বরোভস্কি অপটিক। এ দুরবিন খুব সহজে ৯ হাজার প্রজাতির পাখি ও অন্যান্য বন্য প্রাণী শনাক্তে সহায়তা করা যাবে।
স্বরোভস্কি অপটিকের আউটডোর অ্যাপের মাধ্যমে সরাসরি স্মার্টফোনে ছবি দেওয়া যাবে। এক ক্লিকেই সবকিছু জানার সুযোগ দিচ্ছে এই দুরবিন। এএক্স ভিজিও দুরবিনে আছে একটি জিপিএস ব্যবস্থাও। যা আপনার অবস্থানের ওপর ভিত্তি করে কোন পাখির প্রজাতি দেখবেন, তা চিন্তা করতে পারে। একটি শেয়ারড ডিসকভারি ফাংশন আছে এই দুরবিনে, যা আপনাকে কোন পাখি দেখছেন, তার সম্পর্কে বিস্তারিত জানতে সহায়তা করবে।
৪ হাজার ৬০০ পাউন্ডের এই দুরবিনের বাংলাদেশি মুদ্রায় মূল্য ৫ লাখ ৫৩ হাজার টাকা।