দুমকিতে ১২ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

0

উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে পটুয়াখালীর দুমকিতে ৫ চেয়ারম্যান, ৪ ভাইস চেয়ারম্যান ও ৩ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের দরবার হলে প্রার্থীদের দাখিলকৃত মনোনয়ন পত্র যাছাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার নূর কুতুবুল আলম ৫ চেয়ারম্যান, ৪ ভাইস চেয়ারম্যান ও ৩ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন। 

চেয়ারম্যান পদের বৈধ প্রার্থীরা হলেন- কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক আওয়ামী লীগ নেতা বর্তমান উপজেলা চেয়ারম্যান ড. হারুন অর রশীদ হাওলাদার, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান সিকদার, ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান মিজান, মাল্টা প্রবাসী মো. কাওসার আমীন হাওলাদার ও জাতীয় ওলামা পার্টির সাবেক সভাপতি মাওলানা মোঃ রুহুল আমীন। ভাইস চেয়ারম্যান পদে এড. মাইনুল ইসলাম রুবেল, আ’লীগ নেতা মো. রেজাউল হক রাজন, মো. আবদুর রশিদ সর্দার, মিজানুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছাত্রলীগ নেত্রী সৈয়দা রেজোয়ানা হিমেল, মোসা. শিরিন আক্তার ও শিরিন আক্তার মিনু। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here