পটুয়াখালীর দুমকিতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। প্রেসক্লাব দুমকির উদ্যোগে হলরুমে উপজেলার রিকশাচালক ও অটোবাইক চালকসহ ছিন্নমূল শীতার্ত পরিবারের সদস্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
প্রেসক্লাব দুমকির নবনির্বাচিত সভাপতি মো. হারুণ অর রশীদ, সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমানসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। সভায় উপজেলার শ্রীরামপুর, আঙ্গারিয়া ও লেবুখালী ইউনিয়নের ১৭টি শীতার্ত পরিবারকে একটি করে কম্বল প্রদান করা হয়।