তীব্র দাবদাহে পুড়ছে সমগ্র বাংলাদেশ। এই দাবদাহ থেকে পরিত্রাণ পেতে বৃষ্টি জন্য পটুয়াখালীর দুমকির পাংগাশিয়া নেছারিয়া কামিল মাদ্রাসা ও পাংগাশিয়া দরবার শরীফের উদ্যোগ বিশেষ ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসুল্লিরা।
আজ শনিবার সকাল সাড়ে ৬টায় এই বিশেষ নামাজ অনুষ্ঠিত হয়। পাংগাশিয়া নেছারিয়া কামিল মাদ্রাসার মাঠে এ বিশেষ নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন পাঙ্গাশিয়া নেছারিয়া কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা মুফতি মোঃ ইউসুফ আলী ।