পটুয়াখালীতে হোটেল কক্ষে ইয়াবা সেবনে বাধা ও চাদা দিতে অস্বীকার করায় হোটেল ম্যানেজার জাহাঙ্গীর ফকিরকে (৩৮) পেট্রল দিয়ে হত্যার প্রতিবাদ ও অভিযুক্তের ফাঁসির দাবিতে দুমকিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।
শুক্রবার সকাল সাড়ে ৯টায় উপজেলার মুরাদিয়া বোর্ড অফিস সংলগ্ন মহাসড়কে এই কর্মসূচি পালন করা হয়। এতে নিহতের পরিবারসহ উপজেলার সহস্রাধিক নারী-পুরুষ অংশ নেন। ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে পটুয়াখালী শহরের চিহ্নিত সন্ত্রাসী অভিযুক্ত সাকিব গাজীর ফাঁসির দাবিতে লাশ কাঁধে নিয়ে বিক্ষোভ মিছিল করেন স্থানীয় জনতা। এসময় উপস্থিত উপজেলার মুরাদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার, সাবেক চেয়ারম্যান জাফরউল্লাহ, নিহতের স্ত্রী ফাতেমা বেগম, স্থানীয় মহিবুল্লাহসহ একাধিক বক্তা অবিলম্বে অভিযুক্ত সাকিব গাজীকে গ্রেফতার করে ফাঁসির দাবি জানান।
গত ২ জুন সন্ধ্যায় পটুয়াখালী শহরের ফটিকের খেয়াঘাট সংলগ্ন সিকদার রেস্টহাউসে ঢুকে শহরের চিহ্নিত সন্ত্রাসী সাকিব গাজীর নেতৃত্বে অজ্ঞাত দুর্বৃত্তরা হোটেল ম্যানেজার জাহাঙ্গীর ফকিরের গায়ে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেন। বুধবার আনুমানিক রাত ১০টার দিকে চিকিৎসাধীন জাহাঙ্গীরের মৃত্যু হয়। জাহাঙ্গীর উপজেলা মুরাদিয়া ইউনিয়নের জয়নাল ফকিরের ছেলে।