দুমকিতে জাতীয় পার্টির নেতা সুলতান আহমেদের দাফন সম্পন্ন

0

পটুয়াখালী ১ আসনের জাতীয় পার্টির এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এবিএম রুহুল আমিন হাওলাদার বড় ভাই জেলা জাতীয় পার্টির সভাপতি মরহুম সুলতান আহমদ হাওলাদারের দাফন সম্পন্ন হয়েছে। 

শুক্রবার বিকেল ৩টায় সরকারি জনতা কলেজর মাঠ ও বিকেল ৫টায় বাহেরচরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সরকারি জনতা কলেজ মাঠে মরহুমের জানাজায় পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য সাবেক চিপ হুইপ  আ. স. ম. ফিরোজ, জেলা প্রশাসক নূর কুতুবুল আলম, পুলিশ সুপার মো: সাইদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি মো. কাজী আলমগীর, সাধারণ সম্পাদক  ভিপি আবদুল মন্নান, জেলা বিএনপির সদস্য সচিব- স্নেহাংসু সরকার কুট্টি, উপজেলা চেয়ারম্যান ডক্টর  হারুন আর রশিদ হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান, এডভোকেট মামুন আল মাসুদ, সদর উপজেলায়র চেয়ারম্যান, গোলাম সরোয়ার, কুয়াকাটার পৌর মেয়র  মো. আনোয়ার হোসেন,  উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোঃ শাজাহান আকন সেলিম, কেন্দ্রীয় জাতীয় পার্টির সাংস্কৃতিক সহ-সম্পাদক মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা, শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান  আজাহার আলী মৃধা, লেবুখালী ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম তুহিন পাঙ্গাসিয়া ইউপি গাজী নজরুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here