পটুয়াখালীর লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজায় পুলিশের হাতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে। তাদের বিরুদ্ধে বরিশাল কোতোয়ালীসহ বিভিন্ন থানায় ১৪টি মাদক মামলার খবর পাওয়া গেছে।
থানা পুলিশ সূত্র জানায়, শনিবার রাত ৩টায় উপজেলার লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজায় পুলিশের চেকপোস্টে কর্তব্যরত পুলিশের হাতে কুয়াকাটাগামী মোটরসাইকেল চালক ও আরোহী সোহেল শেখ (২৫) ও সুমন মৃধাকে (২৮) নামের দুই যুবককে আটক করে দেহ তল্লাশি করে ১৪পিস ইয়াবা উদ্ধার হয়। ধৃত মোটরসাইকেলে চালক সোহেল শেখ বরিশাল কোতয়ালী থানার দক্ষিন আলেকান্দার বাসিন্দা ও সুমন মৃধার গ্রামের বাড়ি দুমকি থানার পাঙ্গাশিয়া ইউনিয়নে। তাদের বিরুদ্ধে দুমকি থানায় একটি নিয়মিত মামলা দায়ের হয়েছে।