‘অবরোধের নামে বিএনপি-জামায়াতের গাড়ি ভাংচুর, অগ্নি সন্ত্রাস, নিরীহ মানুষকে পুড়িয়ে মেরে ক্ষমতায় যাওয়ার দিবা স্বপ্ন কস্মিনকালেও পূরণ হবে না। জনগণের ওপর আস্থা হারিয়ে বিএনপি জামায়াত এখন নৈরাজ্যের পথ ধরেছে। দেশবাসীকে সাথে নিয়ে বিএনপি জামাতের ধংসাত্মক কার্যকলাপ প্রতিহত করতে হবে।’
সোমবার সকাল ১১টায় পটুয়াখালীর পাগলায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজিত শান্তি সমাবেশে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেছেন।