দুমকিতে অবৈধ নির্বাচনি ক্যাম্প অপসারণ

0

দুমকি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কাওসার আমিন হাওলাদার কর্তৃক বিভিন্ন স্থানে স্থাপিত অবৈধ নির্বাচনি ক্যাম্প অপসারণ করেছেন দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার শাহিন মাহমুদ। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার মুরাদিয়া ইউনিয়নের চরগরবদী ফেরিঘাট ও দুমকি হলপট্রিতে স্থাপিত ওই প্রার্থীর একাধিক নির্বাচনি ক্যম্প অপসারণ করা হয়। উপজেলার বিভিন্ন এস্থানে অবৈধ ব্যানার ফেস্টুন অপসারণ করা হয়েছ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং অফিসার শাহিন মাহমুদ জানান, নির্বাচনি আচরণ বিধি অনুযায়ী আসন্ন ১৩ তারিখের পরে অর্থাৎ প্রতীক বরাদ্দের পরে অনুমতি সাপেক্ষে প্রার্থীরা নির্বাচনি ক্যাম্প স্থাপন করতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here