এক সময় সম্পর্ক ছিল জ্যাকুলিন ফার্নান্দেজ ও ২০০ কোটি রুপির আর্থিক তছরুপে অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের। তাদের ঘনিষ্ঠ মুহূর্তের কিছু ছবিও ছড়িয়ে পড়ে বিভিন্ন জায়গায়। প্রেমিকাকে প্রচুর দামি উপহারও দিয়েছেন সুকেশ। সেই আর্থিক তছরুপের মামলায় নাম জড়ায় অভিনেত্রী জ্যাকুলিনেরও। যদিও এই মুহূর্তে হাত সরিয়ে নিয়েছে জ্যাকুলিন। সুকেশের কারণেই প্রতি মাসেই প্রায় আদালত চত্বরে দেখা যাচ্ছে তাকে। আপাতত ২ লাখ রুপির ব্যক্তিগত বন্ডে জামিনে মুক্ত রয়েছেন অভিনেত্রী। তবে নিষেধাজ্ঞা রয়েছে অভিনেত্রীর বিদেশ ভ্রমণের ক্ষেত্রে। যদিও নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আবেদন জানান অভিনেত্রী। অবশেষে অনুমতি দিল দিল্লির পাতিয়ালা হাউস আদালত। আগামী ২৫ মে থেকে ১২ জুন পর্যন্ত বিদেশ ভ্রমণের অনুমতি পেয়েছেন তিনি।
মঙ্গলবার বিচারপতি শৈলেন্দ্র মালিক অভিনেত্রীকে বলিউডের একটি অ্যাওয়ার্ড শো-তে যোগ দেওয়ার অনুমতি দিয়েছেন। আগামী ২৫ মে থেকে ২৭ মে তিনি থাকবেন সংযুক্ত আবর আমিরাতে। তার পর উড়ে যাবেন ইতালির মিলানে। ছবির শুটিংয়ের কাজে ১২ জুন পর্যন্ত থাকবেন সেখানে। অবশেষে অভিনেত্রীর সেই আবেদনই মঞ্জুর করেছেন আদালত।