৫৮ ছুঁই ছুঁই জনপ্রিয় বলিউড অভিনেতা সালমান খান। এখনো অবিবাহত এই অভিনেতা সম্প্রতি তার ঈদের ছবির প্রচারে গিয়েছিলেন সংযুক্ত আরব আমিরাতের দুবােইয়ে। সেখানেই সরাসরি বিয়ের প্রস্তাব পেয়েছেন সালমান। খবর হিন্দুস্তান টাইমসের।
দুবাইয়ে এই অভিনেতাকে সামনাসামনি দেখে উচ্ছ্বসিত হতে যায় তার অনুরাগীদের। সেখানে তাকে ঘিরে নারী অনুরাগীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। তার এক তরুণী অনুরাগী ভিড়ের মাঝেই সালমানের সামনে উঠে দাঁড়িয়ে বলেন, সালমান, মুঝসে শাদি করোগে? (তুমি কি আমায় বিয়ে করবে) সুন্দরীর এমন প্রস্তাবে কী জবাব দেবেন বুঝে উঠতে পারছিলেন না সালমান।
সালমানের বিয়ে নিয়ে মায়ানগরীতে কম সমালোচনা হয়নি। তবে একটা সময় সালমান যে বিয়ে করতে চেয়েছিলেন, তা নিজে মুখেই কবুল করেছিলেন কফি উইথ করণ-এর শোতে। তবে নিয়তির ফেরে ভাইজান রয়ে গেলেন চিরকুমারই।