দুবাইয়ে ‘এয়ার শো’ চলাকালীন ভেঙে পড়ল ভারতের যুদ্ধবিমান তেজস। শুক্রবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় নিহত হয়েছেন ভারতীয় যুদ্ধবিমানের পাইলট।
শুক্রবারের দুর্ঘটনার বিষয়ে বিবৃতি দিয়েছে ভারতীয় বিমানবাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যমের ওই বিবৃতিতে তারা জানিয়েছে, দুবাইয়ে ‘এয়ার শো’ চলাকালীন তেজস যুদ্ধবিমান দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় পাইলট নিহত হওয়ার তথ্যও নিশ্চিত করেছে তারা। নিহত পাইলটের শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার বার্তা দিয়ে বায়ুসেনা জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত করা হবে।
‘হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড’ (হ্যাল)-এর তৈরি যুদ্ধবিমানটি তেজস ‘এয়ার শো’-এ উপস্থিত জনতার সামনে নিজের উড়ানের দক্ষতা দেখাচ্ছিল। সেই সময়েই ভেঙে পড়ে বিমানটি। রাষ্ট্রায়ত্ত সংস্থা ‘হ্যাল’-এর তৈরি ‘তেজস’ বর্তমানে ভারতীয় বিমানবাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধবিমান। তেজস একটি একক ইঞ্জিনযুক্ত, বহু কার্যক্ষমতাসম্পন্ন (মাল্টিরোল) দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান। এর আধুনিকতম সংস্করণ ‘তেজস মার্ক-১এ’ নাসিকে হ্যাল-এর কারখানায় তৈরি হচ্ছে। এই যুদ্ধবিমান আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে ভূমি, দু’টি ক্ষেত্রেই হামলা চালাতে দক্ষ।
কী কারণে শুক্রবার বিমানটি ভেঙে পড়েছে, তা এখনও স্পষ্ট নয়। প্রকাশ্যে আসা একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, আচমকাই নীচের দিকে নামতে নামতে মাটিতে আছড়ে পড়ে যুদ্ধবিমানটি। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় বিমানে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।

