দুদকের মামলায় সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর কারাগারে

0

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর (এস কে সুর) চৌধুরীকে (৬৮) কারাগারে পাঠিয়েছেন আদালত। 

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব।

এর আগে, আসামিকে কারাগারে রাখার আবেদন করেন দুদকের উপ-পরিচালক নাজমুল হুসাইন। কিন্তু আসামিপক্ষের কোনও আইনজীবী জামিন আবেদন করেননি। পরে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

আবেদনে বলা হয়, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মালিক হওয়ার অভিযোগে আসামি নিজের ও তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের স্বনামে বা বেনামে অর্জিত স্থাবর বা অস্থাবর সম্পদ, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণী দাখিল করার জন্য সম্পদ বিবরণী জারি করা হয়। তিনি গত বছরের ২৭ অক্টোবর নিজ স্বাক্ষরে সম্পদ বিবরণী দাখিলের আদেশসহ সম্পদ বিবরণী ফরম গ্রহণ করেন।

কিন্তু আদেশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে অর্থাৎ গত ২৫ নভেম্বরের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় তার বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। জামিন মঞ্জুর হলে আসামি আত্মগোপন করতে পারেন এবং সাক্ষীদের প্রভাবিত করতে পারেন এবং তদন্ত কাজকে প্রভাবিত করতে পারেন।

আজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাবেক গভর্নর এস কে কুমারকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here