দুদকের মামলায় গ্রেফতার দেখানো হলো পলক-জ্যোতিকে

0

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামলের ছেলে শাফি মোদ্দাছির খান জ্যোতিকে গ্রেফতার দেখানো হয়েছে।

সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের এ মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন। 

এদিন, গ্রেফতার দেখানোর আগে কারাগার থেকে তাদের ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতে হাজির করে করা হয়। শুনানি শেষে তাদের আবার কারাগারে পাঠানো হয়।

দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর গণমাধ্যমকে আদালতের বিষয়টি নিশ্চিত করেছেন।

পলককে গ্রেফতার দেখাতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক আল আমিন। আবেদনে বলা হয়, আসামি পলক যাত্রাবাড়ী থানার এক মামলায় গ্রেফতার হয়ে জেল হাজতে আটক আছেন। পলকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা -১ মামলা দায়ের করা হয়েছে। পলককে এই মামলায় গ্রেফতার দেখানোর আদেশ প্রদান করা একান্ত প্রয়োজন।

জ্যোতিকে গ্রেফতার দেখাতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদ। আবেদনে বলা হয়, আসামি শাফি মোদ্দাছির খান (জ্যোতি), তার পিতা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পরস্পর যোগসাজশে ১৯,৮৯,৭৮,৫০২ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে নিজ ভোগ দখলে রাখেন। এছাড়া জ্যোতি নিজ নামে ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলে ৮৪,৭৭,৫৭,৫৭২ টাকা হস্তান্তর, রুপান্তর, স্থানান্তর করায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ মামলা দায়ের করা হয়েছে। জ্যোতিকে এই মামলায় গ্রেফতার দেখানোর আদেশ প্রদান করা একান্ত প্রয়োজন।

এর আগে ১৪ আগস্ট রাতে রাজধানীর খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় জুনায়েদ আহমেদ পলককে গ্রেফতার করে ডিবি পুলিশ।

গত ১৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৩টার দিকে রাজধানী উত্তরার একটি বাসা থেকে জ্যোতিকে গ্রেফতার করে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here