‘দুই হাজার টাকা আয়কর দিয়ে উন্নয়নে শামিল হওয়া গর্বের’

0

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেছেন, ‘ন্যূনতম আয়কর হিসেবে দুই হাজার টাকা সরকারের কোষাগারে দিয়ে উন্নয়নে শামিল হওয়া গর্বের ব্যাপার। কারণ গরিব মানুষের জন্য তো টিআইএন বাধ্যতামূলক নয়। টিআইএন (টিন) বাধ্যতামূলক আমদানিকারক প্রতিষ্ঠানের জন্য, গাড়ি কেনাসহ বিভিন্ন ক্ষেত্রে।’

শুক্রবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এনবিআর চেয়ারম্যান বলেন, ‘আপনারা দেখুন কাদের টিআইএন আছে। টিআইএন বাধ্যতামূলক আমদানিকারক প্রতিষ্ঠানের জন্য, গাড়িসহ বিভিন্ন ক্ষেত্রে। গরিব মানুষের জন্য তো টিআইএন বাধ্যতামূলক নয়। তাই আমি মনে করি, তাদের দুই হাজার টাকা সরকারের কোষাগারে দিয়ে উন্নয়নে শামিল হওয়া গর্বের ব্যাপার।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here