দুই স্তরের টেস্ট ক্রিকেটের কথা শুনে বিরক্ত লয়েড

0

২০২৭ সাল থেকে টেস্ট ক্রিকেটকে দুই স্তরে ভাগ করতে চায় খেলাটির ‘বিগ থ্রি’ বা তিন মোড়ল। যে প্রস্তাব বাস্তবায়িত হলে শীর্ষ স্তরে খেলবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা—এই সাত দল। বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, আফগানিস্তান ও আয়ারল্যান্ডকে তখন খেলতে হবে দ্বিতীয় স্তরে। দুই স্তরের কাঠামো নিয়ে এ মাসেই আইসিসির সঙ্গে আলোচনায় বসার কথা বিগ থ্রি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারতীয় ক্রিকেট বোর্ডের।

রবি শাস্ত্রী, মাইকেল ভনরা টেস্ট ক্রিকেট আরও আকর্ষণীয় করতে দুই স্তরের কাঠামো করার চিন্তায় মত দিয়েছেন। তবে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ক্লাইভ লয়েড এই ধারণায় “বিরক্ত”। তিনি মনে করেন এমন পরিবর্তন আনা উচিত যেখানে যে ধুঁকতে থাকা দলগুলি শীর্ষ দলগুলির বিরুদ্ধে আরও বেশি খেলবে।

এই কিংবদন্তি খেলোয়াড় অনলাইন মিডিয়া ইন্টারেকশনে বলেন, ‘আমি মনে করি এটি সেই সমস্ত দেশের জন্য ভয়াবহ হবে যারা টেস্ট স্ট্যাটাস পেতে এত কষ্ট করেছে।’

‘এখন তারা নিজেদের মধ্যে নিম্ন বিভাগে খেলবে। তারা কীভাবে শীর্ষে উঠবে? যখন আপনি ভালো দলের বিরুদ্ধে খেলবেন না।’

বর্তমানে টেস্ট খেলুড়ে দেশের সংখ্যা ১২টি। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ নেয় ৯ দল। বাকি তিন দল জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও আফগানিস্তান খুব কমই টেস্ট খেলার সুযোগ পায়। দুই স্তরের কাঠামো হলে নিচের তিন দলের খেলার সুযোগ বাড়লেও নিচের স্তরে নামতে পারে ওয়েস্ট ইন্ডিজসহ একাধিক বড় দল।

সাবেক ইংল্যান্ড অধিনায়ক ভন প্রস্তাব দিয়েছেন ৬টি দল করে হোক একটি স্তর। থাকুক রেলিগেশন ও প্রমোশন। এতে করে সবার মধ্যে আসবে তাগিদ। বর্তমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে ওয়েস্ট ইন্ডিজ আছেন ৯ নম্বরে। রেলিগেশন নিয়ম থাকলে তাদের নিচের স্তরে নেমে যেতে হতো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here