দুই সম্প্রদায়ের সংঘাত থামাতে গিয়ে কমান্ডারসহ নাইজেরিয়ায় ১৬ সেনা নিহত

0

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় ডেল্টা  রাজ্যে দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ থামাতে গিয়ে ১৬ সেনা নিহত হয়েছেন। খবর অনুসারে, ‘১৮১ উভচর ব্যাটালিয়নের সৈন্যদের বোমাদি অঞ্চলে মোতায়েন করা হয়। ব্রিগেডিয়ার জেনারেল টুকুর গুসাউ শনিবার এক বিবৃতিতে বলেন, বৃহস্পতিবার ওকুওমা সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ থামাতে গিয়ে সৈন্যরা নিহত হন। 

এরপর সেনা ‘কমান্ডিং অফিসারের নেতৃত্বে আরও একটি দল পাঠানো হয়। সেই দলের ওপরও আক্রমণ করা হয় যার ফলে কমান্ডিং অফিসার, দু’জন মেজর, একজন ক্যাপ্টেন এবং ১২ জন সৈন্য নিহত হন।

ডেল্টা রাজ্যে জমি বা জ্বালানি সংস্থাগুলির তেল ছড়িয়ে পড়ার ক্ষতিপূরণ নিয়ে অনেক সম্প্রদায়ের মধ্যে ঘন ঘন সংঘর্ষ হয়, কখনও কখনও প্রাণঘাতী সংঘর্ষে রূপ নেয়। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here