দুই শ্যালককে এডিস নিক্ষেপ: চাকরিচ্যুত পুলিশ গ্রেফতার

0

নিজের দুই শ্যালককে এসিড নিক্ষেপের মামলায় নিখিল বড়ুয়া নামে চাকরিচ্যুত এক পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজার শহরের হোটেল আলিফ ইন্টারন্যাশনাল থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কক্সবাজার পরিদর্শক সুনীল দাস।

গ্রেফতার নিখিলের বিরুদ্ধে শুধু এসিড নিক্ষেপ নয়, পুলিশে চাকরি দেয়ার কথা বলে যুবকদের ফাঁদে ফেলে অর্থ আত্মসাতের অভিযোগ ছিল। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় গত বছরের আগস্টে তাকে চাকরিচ্যুত করা হয়। তখন তিনি পঞ্চগড় জেলা পুলিশে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

সিআইডির পরিদর্শ সুনীল দাস বলেন, গোপন তথ্যের ভিত্তিতে হোটেল আলিফ ইন্টারন্যাশনালের ৬০৯ নম্বর কক্ষ থেকে নিখিল বড়ুয়াকে গ্রেফতার করা হয়। ২০২৪ সালের ২৫ অক্টোবর রাত ১০টার দিকে টিপু বড়ুয়া তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাচাতো ভাই দীপক বড়ুয়াসহ বাড়ি ফেরার পথে চৌমুহনী ভিক্টর প্লাজার বিপরীতে জাহেদ হোসেন মার্কেটের সামনে এলে নিখিল বড়ুয়া ও অজ্ঞাত আরও ৩-৪ জন লোক তাদের দিকে এসিড নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। এতে দুই জনের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। পরে ২৯ অক্টোবর ভুক্তভোগী টিপু বড়ুয়ার মা প্রকৃতা বড়ুয়া বাদী হয়ে রামু থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় নিখিল বড়ুয়াকে গ্রেফতার করা হয়েছে। 

নিখিলের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here