কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুজন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাকুন্দিয়া উপজেলার বরাটিয়া ঈদগাহ সংলগ্ন সড়কে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন পাকুন্দিয়া উপজেলার নারান্দী ইউনিয়নের পোড়াবাড়িয়া গ্রামের শহীদুল্লাহর ছেলে নাঈম মিয়া (২৮) ও পাকুন্দিয়া পৌরসভার পাইকলক্ষ্মীয়া এলাকার আবু কালামের ছেলে শরীফ মিয়া (২২)।
এ ঘটনায় আহত হয়েছেন দুজন। তারা হলেন পাইকলক্ষ্মীয়া এলাকার আবুল কালামের মেয়ে লিজা (২৩) ও পোড়াবাড়ীয়া গ্রামের আবু বকরের ছেলে ফাহিম (২২)।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু জানান, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালক দুজন নিহত ও পিছনের যাত্রী দুজন আহত হয়েছেন। বেপরোয়াভাবে মোটরসাইকেল চালানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তিনি।