দুই মিনিটের ভার্চুয়াল মিটিংয়ে ২০০ কর্মী ছাঁটাই মার্কিন টেক কোম্পানির

0

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রোপ-টেক স্টার্টআপ ফ্রন্টডেস্ক বছরের প্রথম বৃহৎ পরিসরে কর্মী ছাঁটাই শুরু করেছে। মঙ্গলবার দুই মিনিটের ভার্চুয়াল কলের মাধ্যমে প্রতিষ্ঠানটি তাদের ২০০ জনকে বরখাস্ত করেছে।

খবর অনুসারে, পূর্ণকালীন, খণ্ডকালীন কর্মী এবং ঠিকাদাররা  ছাঁটাইয়ের শিকার হয়েছেন।  দুই মিনিটের গুগল মিট কলের মাধ্যমে চাকরিচ্যুতের বিষয়টি জানানো হয় বলে জানিয়েছে টেকক্রাঞ্চ।

স্টার্টআপটি একটি ব্যবসায়িক মডেল যা বাজার ভাড়ার হারে অ্যাপার্টমেন্ট ইজারা দেয় এবং ২০টিরও বেশি বাজারে স্বল্পমেয়াদী ভাড়ার কাজ করে। মূলত অগ্রিম ব্যয়, সম্পর্কিত মূলধন ব্যয় এবং চাহিদা এবং হারের ভারসাম্যহীনতার কারণে কোম্পানিটি টিকে থাকতে লড়াই করেছে। সূত্র: এনডিটিভি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here