দুই মাস পর কানাডা নাগরিকদের ই-ভিসা দিতে দিচ্ছে ভারত

0

আবারও কানাডার নাগরিকদের জন্য ই-ভিসা পরিষেবা চালু করেছে ভারতীয় হাইকমিশন। 

গতকাল বুধবার থেকে শুরু হয় এ পরিষেবা।

তবে কানাডার যে নাগরিকদের কাছে সাধারণের বদলে অন্য ধরনের পাসপোর্ট আছে, তাদের ই-ভিসা দেওয়া হবে না। হাইকমিশনে এসে পাসপোর্টের পাতায় সেই ভিসা নিতে হবে তাদের।

এর আগে খালিস্তান আন্দোলনের নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ড নিয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভারতের দিকে আঙুল তুলেছিলেন। এরপরই ভারত ও কানাডার কূটনৈতিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। এ পরিস্থিতিতে ই-ভিসা পরিষেবা বন্ধ করে দিয়েছিল ভারত।

প্রসঙ্গত, গত ২১ সেপ্টেম্বর কানাডার নাগরিকদের ই-ভিসা পরিষেবা বন্ধ করে দিয়েছিল ভারতীয় হাইকমিশন। এর আগে কানাডার সংসদে দাঁড়িয়ে জাস্টিন ট্রুডো দাবি করেছিলেন, তার কাছে নাকি বিশ্বাসযোগ্য অভিযোগ জমা পড়েছে যে হরদিপ নিজ্জরের হত্যাকাণ্ডের নেপথ্যে ভারতের হাত থাকতে পারে।

সম্প্রতি চারটি ক্ষেত্রে কানাডার নাগরিকদের ভিসা দেওয়া শুরু করে ভারত। গত ২৬ অক্টোবর থেকে এন্ট্রি, বিজনেস, মেডিকেল ও কনফারেন্স ভিসা দিতে শুরু করে কানাডায় অবস্থাত ভারতীয় হাইকমিশন। এরপর এবার কানাডার নাগরিকদের জন্য চালু হলো ই-ভিসা পরিষেবা।  

সূত্র : হিন্দুস্তান টাইমস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here