দেশের দুই বিভাগে রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বুধবার রংপুর ও রাজশাহী বিভাগে রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে। আর দেশের অন্যত্র সামান্য বাড়তে পারে। তবে সারা দেশে দিনে তাপমাত্রা সামান্য বাড়বে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার সারাদেশে রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনে সামান্য বাড়তে পারে। পরদিন শুক্রবার সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।