দুই বছরের জন্য মুশতাকের সঙ্গে চুক্তি করছে বিসিবি!

0

পাকিস্তানের কিংবদন্তি স্পিনার মুশতাক আহমেদ বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে স্বল্প মেয়াদে কাজ করেছেন। দলে তার ভূমিকায় বিসিবির সন্তুষ্টির কথা জানা গেছে বিভিন্ন সময়। যে কারণে এবার দুই বছরের জন্য মুশতাকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বিসিবি। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে জানানো হয়েছে এমনটি।

বিসিবি কর্মকর্তারা বৃহস্পতিবার জানিয়েছেন, স্পিন পরামর্শক মুশতাক আহমেদের মেয়াদ দুই বছরের জন্য বাড়ানো হতে পারে। আর তিনি একই ভূমিকা পালন করতে পারেন। এ ব্যাপারে তার সঙ্গে চুক্তিটি দ্রুতই সম্পন্ন হবে।

বিসিবির একজন শীর্ষ কর্মকর্তা ক্রিকবাজকে এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, তারা আশা করছেন মুশতাক বোর্ডের সঙ্গে জাতীয় দলের বাইরে আলাদাভাবে বছরে ১৩০দিন কাজ করবেন।

ওই কর্মকর্তা বলেন, ‘তিনি (মুশতাক) বোর্ডের স্পিন পরামর্শক হিসেবে কাজ করবেন। তিনি কেবল জাতীয় দলের সঙ্গেই কাজ করবেন না, বরং আমরা চাই যে তিনি আমাদের স্পিনারদের যেমন হাই পারফরম্যান্স ইউনিট এবং অন্যান্য প্রোগ্রাম তৈরি করার ক্ষেত্রেও দিকনির্দেশনা দিক।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here