দুই ফিলিস্তিনিকে হত্যার পর আল-আকসায় অমুসলিম প্রবেশে নিষেধাজ্ঞা

0

দখলদার ইসরায়েলি সেনাদের গুলিতে প্রাণ গেছে আরও দুই ফিলিস্তিনির। এ অবস্থায় আল-আকসা মসজিদে অমুসলিম ও পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ইহুদিবাদি ইসরায়েল। পবিত্র রমজান মাস শেষ হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। যদিও এ নিয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি ফিলিস্তিন। খবর আল জাজিরাআরব নিউজের

মঙ্গলবার নাবলুসে দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করার পর এমন সিদ্ধান্ত নিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত জানিয়েছেন, মঙ্গলবার পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের গুলিতে কয়েকজন অস্ত্রধারী নিহত হয়েছেন।

এছাড়া ফিলিস্তিনি সশস্ত্র যোদ্ধারা এর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেন। এর জেরে সাময়িক সময়ের জন্য আল-আকসায় অমুসলিমদের যাতায়াত বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু। মঙ্গলবার নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন নেতানিয়াহু। এরপরই তিনি জানান, রমজান মাস শেষ না হওয়া পর্যন্ত আল-আকসা প্রাঙ্গনে আর কোনো অমুসলিমকে প্রবেশ করতে দেওয়া হবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here