দুই নারীকে ধর্ষণের দায়ে অভিনেতার ৩০ বছরের কারাদণ্ড

0

দুই নারীকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় হলিউড অভিনেতা ড্যানি মাস্টারসনকে ৩০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার এ রায় দেন লস অ্যাঞ্জেলেসের উচ্চ আদালত। খবর বিবিসির।

জানা গেছে, ২০০৩ সালে অভিনেতা তার হলিউড হিলসের বাড়িতে মাদকদ্রব্য সেবন করিয়ে ২৩ ও ২৮ বছরের দুই নারীকে ধর্ষণ করেন। তারা ড্যানির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। গত মে মাসের শুনানিতে আদালতে সেই অভিযোগ প্রমাণিত হয়।

২০১১ সালে অভিনেত্রী বিজো ফিলিপসকে বিয়ে করেন ড্যানি। আদালতে উপস্থিত ছিলেন স্ত্রী বিজোও। রায়ের পর কান্নায় ভেঙে পরেন তিনি। কিন্ত পুরো শুনানিতে সম্পূর্ণ নীরব ছিলেন ড্যানি। তবে শুরু থেকেই তিনি নিজেকে নির্দোষ দাবি করে আসছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here