দুই দিন আগেই একাদশ ঘোষণা করলো ইংল্যান্ড

0
দুই দিন আগেই একাদশ ঘোষণা করলো ইংল্যান্ড

ভারতের বিপক্ষে ম্যাচের দুই দিন আগেই দ্বিতীয় টেস্টের জন্য একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড। লিডসে যে দল নিয়ে মাঠে নেমেছিল তারা, এজবাস্টনেও সেই একই একাদশ নিয়েই খেলতে নামবে স্বাগতিকরা।

পাঁচ ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে আছে ইংল্যান্ড। প্রথম টেস্টে ৫ উইকেটে জয়ের পর দল পরিবর্তনের প্রয়োজন দেখছেন না অধিনায়ক বেন স্টোকস। তাই জয়ী দলকেই আবারও মাঠে নামানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এই দলে জায়গা হয়নি চার বছর পর টেস্ট স্কোয়াডে ফেরা জফরা আর্চারের। ২০২১ সালে ভারতের বিপক্ষে আহমেদাবাদে তার শেষ টেস্ট ছিল। এরপর চোটে পড়ে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন এই পেসার।

দলেও ফিরেছেন, কিন্তু এখনো ইংল্যান্ডের ক্যাম্পে যোগ দেননি আর্চার। পারিবারিক সমস্যার কারণে অনুপস্থিত থাকলেও, ইংল্যান্ড বোর্ড জানিয়েছে আগামীকাল তিনি দলের সঙ্গে যুক্ত হবেন।

ইংল্যান্ডের একাদশ: জ্যাক ক্রোলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জশ টং ও শোয়েব বশির।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here