পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআইয়ের প্রেসিডেন্ট পারভেজ এলাহিকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। রাজধানী ইসলামাবাদের একটি সন্ত্রাস দমন আদালত বুধবার গত ১৮ মার্চ দায়ের এক মামলায় তাকে রিমান্ডে পাঠান।
এর আগে গতকাল মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট জননিরাপত্তা আইনে পারভেজ এলাহিকে আটকে রাখার ওপর স্থগিতাদেশ দেন। আদালত পুলিশ হেফাজত থেকে তাকে মুক্তি দেওয়ার আদেশ দেন। তবে মুক্তি পাওয়ার কয়েক ঘণ্টা পর আবার তাকে গ্রেফতার করা হয়। এরপর পুরোনো মামলায় তাকে রিমান্ডে নেওয়া হলো।
ইসলামাবাদ পুলিশ মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (আগের নাম টুইটার) দেওয়া এক পোস্টে জানায়, পারভেজ এলাহিকে মুক্তি দেওয়া হয়েছে। এর প্রায় আট মিনিট পর আরেকটি পোস্টে তাকে আবার গ্রেফতারের তথ্য জানিয়ে বলা হয়, সন্ত্রাস দমন আইনের মামলায় তিনি গ্রেফতার হয়েছেন।