বর্তমানে অনেকে পাকিস্তানের পেস আক্রমণকে বিশ্বের সেরা পেস আক্রমণ বলে থাকেন। আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফ-পাকিস্তানের এই তিন পেসার এবারের এশিয়া কাপে খেলা ৩ ম্যাচে নিয়েছেন ২৩ উইকেট। তাই এশিয়া কাপের সুপার ফোরের আজকের ম্যাচে ভারতের জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে পাকিস্তানের পেস আক্রমণ।
রবিবার মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত-পাকিস্তান। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শুরু হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই।
আফ্রিদির কাছে ভারতের বিপক্ষে ম্যাচ অন্যান্য ম্যাচের থেকে আলাদা। তিনি বলেন, ‘ভারতের সঙ্গে প্রতিটি ম্যাচই বিশেষ, অনেক মানুষের চোখ থাকে এই ম্যাচে। অনূর্ধ্ব-১৬ পর্যায়ে খেলার আগে থেকে ভক্ত হিসেবে এই ম্যাচটার জন্য অপেক্ষা করতাম। বলতে পারছি না, এটাই (ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে) আমার সেরা স্পেল কি না। এটা মাত্রই শুরু, সেরাটা আসছে।’
তবে আজকের ম্যাচে দুই দেশের প্রতিপক্ষ হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি। আবহাওয়ার সংবাদ অনুযায়ী আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দুই পরাশক্তির মহারণ যেন বৃষ্টিতে ভেসে না যায়, সে জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। রিজার্ভ ডের নিয়ম অনুযায়ী বৃষ্টিতে যেখানে খেলা বন্ধ হয়ে যাবে, পরের দিন সেখান থেকে শুরু হবে ম্যাচ।