পাকিস্তানে সাধারণ নির্বাচনে ২৬৫ আসনের মধ্যে এখন পর্যন্ত শতাধিক আসনে বেসরকারি ফলাফল জানা গেছে। এতে দেখা গেছে, দু’টি আসনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি।
পাকিস্তানের গণমাধ্যমে বলা হয়েছে, দেশটির জাতীয় পরিষদের ১৯৪ নম্বর আসন ও ১৯৬ আসনে জয়ী হয়েছেন বিলাওয়াল। ১৯৪ নম্বর আসেন পিপিপি প্রধান পেয়েছে ১ লাখ ৩১ হাজার ২১৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বী রাশিদ সোমারো পেয়েছেন ৩৪ হাজার ৫৭২ ভোট।
এই নির্বাচনে দু’টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে একটিতে জিতলেও একটিতে হেরেছেন পিএমএল-এন সুপ্রিমো নওয়াজ শরিফ, মরিয়ম নওয়াজ একটিতে, শেহবাজ শরিফ একটিতে এবং বিলাওয়ালের বাবা আসিফ আলি জারদারি একটি আসনে জয়ী হয়েছেন।
সূত্র : ডন।