‘দুইবার বল স্পর্শ’ করার কথা রেফারিকে বলেছিলেন কোর্তোয়া

0

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগে টাইব্রেকারের অ্যাতলেতিকোর হয়ে দ্বিতীয় শটটি নিতে আসেন আলভারেজ। লক্ষ্য ভেদ করলেও ভিএআরে বাতিল হয়ে যায় গোলটি। খানিক পর জানা যায় ডাবল টাচের কথা। শটটি নেওয়ার সময় আলভারেজের বাঁ পা একটু পিছলে গিয়েছিল।

যেটা নিয়মের পরিপন্থী। রিয়াল মাদ্রিদ গোলরক্ষক থিবো কোর্তোয়া জানান, তিনিই প্রথম আলভারেজের শটের গোলমাল টের পেয়ে রেফারিকে জানিয়েছিলেন।

ম্যাচ শেষে কোর্তোয়া জানান, বাকিরা পরে বুঝলেও তিনি যেহেতু খুব কাছে ছিলেন, আলভারেজের শটের গোলমাল ধরতে পেরেছিলেন, ‘পেনাল্টি আসলে অনেকটা লটারির মতো। সে (আলভারেজ) পিছলে পড়েছিল, বলে দু’বার পা লাগিয়েছিল। এটা তাই গোল হতে পারে না, কারণ বলে দুবার স্পর্শ করা যায় না। নিয়ম তো নিয়মই, তার কপাল খারাপ বলব।’

‘সব কিছু খুব দ্রুত হয়েছে, তবে আমি বুঝতে পেরেছিলাম সব কিছু। উপলব্ধি করেছিলাম কিছু একটা গোলমাল হয়েছে, এ জন্যই রেফারিকে গিয়ে বলি। তারা পরে ফুটেজ দেখে নিশ্চিত হয়েছেন যে সে দুবার স্পর্শ করেছে বল।’

তবে আর্জেন্টাইন স্ট্রাইকারের বাঁ পা বলে লেগেছিল কি না, তা ভিডিও রিপ্লে দেখে পরিষ্কার বোঝা কঠিন। কিছু ভিডিওতে দেখা গেছে, আলভারেজের ডান পা বলে আঘাত হানার প্রায় সামান্য আগে তার বাঁ পায়ের স্পর্শে বলটা একেবারেই হালকাভাবে একটু নড়েছে। স্লো–মোশন ভিডিওতেও নড়ার মুহূর্তটি পরিষ্কার করে বোঝাও কঠিন।

ফুটবলের নিয়ম অনুযায়ী টাইব্রেকারে শরীরের কোনো অংশ দিয়েই দুবার বল স্পর্শ করলে সেই গোল গৃহীত হবে না।
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here