দীর্ঘদিন ফর্মের বাইরে রোহিত, যে পরামর্শ দিলেন স্মিথ

0

দীর্ঘদিন ফর্মের ধারেকাছে নেই রোহিত শর্মা। আইপিএলের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও ব্যর্থতা সঙ্গী। এবার হিটম্যানকে ফর্মে ফেরার টোটকা দিলেন গ্রেম স্মিথ। দক্ষিণ আফ্রিকার সাবেক এই অধিনায়ক মনে করেন, টেস্ট ক্রিকেটে হারানো ফর্ম ফিরে পেতে ‘রিফ্রেশ’ বোতাম টিপতে হবে রোহিতকে। 

স্মিথ জানান, ধারাবাহিকতা ধরে রাখতে পারছেন না ভারতের নেতা। তিনি মনে করেন, ছন্দে ফিরতে আবার নতুন করে শুরু করতে হবে। স্মিথ বলেন, একজন অধিনায়কের সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিজের ব্যক্তিগত ফর্ম। একজন নেতার সর্বত্র চাপ থাকে। তাকে সব ধুয়ে-মুছে আবার শুরু করতে হবে। তার ধারাবাহিকতা নেই। আইপিএলে রান পায়নি, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও ব্যর্থ। একজন অধিনায়ক রানে ফিরলে আবার সবকিছু স্বাভাবিক হয়ে যায়। 

এই প্রসঙ্গে স্মিথ বলেন, কেউ তার অধিনায়কত্বের বা নেতৃত্বের ধরনের সমালোচনা করছে না। শুধুমাত্র ব্যক্তিগত ফর্ম নিয়ে চর্চা চলছে। যদি কয়েকটা ম্যাচে রান পায়, তার ওপর থেকে চাপ অনেক কমে যাবে।

ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ১৫ এবং ৪৩ রানে আউট হন রোহিত। মাঝে এখন কয়েকদিনের বিরতি রয়েছে। পরিবারের সঙ্গে বেড়াতে বেরিয়ে পড়েছেন রোহিত। একদিন আগেই সোশ্যাল মিডিয়ায় নিজের সেলফি পোস্ট করেন ভারতের অধিনায়ক। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here