মা হওয়ার পর দৈনিক আট ঘণ্টার বেশি কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন বলিউডের অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এই কারণে কিছু বড় প্রজেক্ট হাতছাড়া হয়েছে, যেমন সন্দীপ রেড্ডির ‘স্পিরিট’ এবং নাগ অশ্বিনের ‘কল্কি ২৮৯৮ এডি’ সিক্যুয়েল। তবে নিজের সিদ্ধান্তে অটল থেকেছেন দীপিকা।
এ বিষয়ে সম্প্রতি মন্তব্য করেছেন বলিউডের কিংবদন্তি মাধুরী দীক্ষিত। এক ইন্টারভিউয়ে মাধুরী বলেন, ‘মিসেস দেশপাণ্ডে ছবির শুটিংয়ের সময় আমি দৈনিক ১২ ঘণ্টা শুটিং করতাম, কখনও কখনও তার থেকেও বেশি। আমি ওয়ার্কহোলিক, তাই এটা করতে পেরেছি। কিন্তু কেউ যদি নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করতে চায়, সেটাও সম্পূর্ণ স্বাভাবিক।’
দীপিকা আগেই জানিয়েছিলেন, অনেক পুরুষ অভিনেতা দীর্ঘদিন ধরে ৮ ঘণ্টার শিফটে কাজ করছেন। তিনি বিশেষভাবে অক্ষয় কুমারের উদাহরণ দিয়েছেন। এছাড়া ইন্ডাস্ট্রির ভেতরের সমস্যাগুলোর কথাও উগরে দিয়েছেন। দীপিকা বলেছিলেন, ইন্ডাস্ট্রির অন্দরে এমন অনেক ত্রুটি আছে, যা বাইরে থেকে বোঝা যায় না।

