এবার অস্কারের একটি অংশ উপস্থাপনার জন্য ডাক পেয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বৃহস্পতিবার রাতে প্রকাশ করা হয়েছে ২০২৩ সালের অস্কার পুরস্কার বিতরণকারীদের নাম।
সেই তালিকায় একমাত্র ভারতীয় হিসাবে জায়গা পেয়েছেন দীপিকা। প্রথম ভারতীয় হিসাবে কয়েক মাস আগেই ফিফা বিশ্বকাপের ট্রফি উদ্বোধন করেছিলেন তিনি।
তালিকা প্রকাশের পর শুভেচ্ছায় ভাসছেন দীপিকা। ভালোবাসা আর করতালির ইমোজি দিয়েছেন তার স্বামী অভিনেতা রণবীর সিং। প্রশংসা করেছেন সতীর্থরাও।