দীপক চাহারের চোট নিয়ে চিন্তায় সিএসকে শিবির

0

গুজরাটকে হারিয়ে আইপিএলের ফাইনালে চেন্নাই সুপার কিংস। সর্বোচ্চবার (১০) ফাইনালে ওঠার নজির গড়েছেন ধোনিরা। টুর্নামেন্টের ইতিহাসে এতবার ফাইনালে ওঠেনি আর কোনও দল। কিন্তু সবকিছু ভালোর মধ্যে একটি টেনশনও লুকিয়ে ছিল। দীপক চাহারের চোট নিয়ে চিন্তায় সিএসকে শিবির। 

ক্যাচ নিতে গিয়ে চোট পান চেন্নাইয়ের প্রধান পেসার। মনে হয়েছিল হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন। কিন্তু চোটের গুজব উড়িয়ে দিলেন খোদ চাহার। তিনি জানিয়ে দিলেন, ফাইনালের জন্য তিনি তৈরি। ম্যাচে দারুণ ছন্দে ছিলেন চেন্নাইয়ের পেসার। জোড়া উইকেট নেন। এরমধ্যে শুরুতেই ঋদ্ধিমান সাহাকে ফেরান তিনি। এরপর শুভমন গিলের মহা মূল্যবান উইকেট নেন। ম্যাচের নিরিখে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

বিডদি-প্রতিদিন/আব্দুল্লাহ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here