দিল্লির লালকেল্লা এলাকায় ভয়াবহ বিস্ফোরণের পর কলকাতার ইডেন গার্ডেনে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আগামী ১৪ নভেম্বর শুরু হতে যাচ্ছে ভারত–দক্ষিণ আফ্রিকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি, এর আগেই নেওয়া হয়েছে সর্বোচ্চ সতর্কতা।
এর আগে সোমবার সন্ধ্যায় দিল্লির লালকেল্লার কাছে একটি গাড়িতে বিস্ফোরণে আটজন নিহত ও ২৪ জন আহত হন। বিস্ফোরণের কারণ এখনও তদন্তাধীন, তবে উদ্ধার হওয়া রাসায়নিক উপাদান সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে রাখা হয়েছিল বলে ধারণা করছে পুলিশ।
এই ঘটনার পরই কলকাতা পুলিশ দ্রুত ইডেন গার্ডেন ও আশপাশের এলাকায় বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করেছে। স্টেডিয়াম, দুই দলের হোটেল এবং যাতায়াতের পুরো রুটে বাড়ানো হয়েছে নজরদারি।
- প্রবেশ ও প্রস্থান পথে বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে
- বাড়ানো হয়েছে সিসিটিভি ক্যামেরা নজরদারি
- মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও বোমা নিষ্ক্রিয়কারী দল
কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মা আজ স্টেডিয়ামের নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করবেন।
ভারত ও দক্ষিণ আফ্রিকা দল ইতিমধ্যেই কলকাতায় পৌঁছে গেছে। আজ সকাল থেকেই ইডেনে শুরু হবে তাদের অনুশীলন সেশন।
ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) ও পুলিশ যৌথভাবে পুরো নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করছে। ম্যাচ চলাকালীন প্রতিটি কার্যক্রম থাকবে সর্বোচ্চ সতর্কতার আওতায়।

