দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে সংস্কারের জন্য সাময়িকভাবে ফ্লাইট চলাচল বিঘ্নিত হচ্ছে। গত ৮ এপ্রিল থেকে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের (আইজিআই) রানওয়ে সংস্কারের জন্য বন্ধ রয়েছে। যার কারণে বিমান চলাচলে বিলম্বের আশঙ্কা করা হচ্ছে।
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর লিমিটেড (ডিআইএএল) এর পরামর্শ অনুসারে, রানওয়ে ২৮/১০ উন্নয়নের জন্য ৮ এপ্রিল থেকে সাময়িকভাবে বন্ধ করা হয়েছে এবং এটি জুলাইয়ের শেষ পর্যন্ত বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে। এই সংস্কার কাজের প্রধান উদ্দেশ্য হলো রানওয়ের ইন্সট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম (আইএলএস) বিভাগ উন্নত করা, যাতে খুব কম দৃশ্যমানতাতেও ক্যাট থ্রি-বি কার্যক্রম পরিচালনা করা যায়। এর ফলে দিল্লির শীতকালীন কুয়াশা বিমান চলাচলে ব্যাঘাত ঘটাতে পারবে না।
এই সংস্কার কাজের ফলে দিল্লি বিমানবন্দরে বিমান চলাচল ব্যবস্থায় সাময়িক পরিবর্তন আনা হয়েছে। ফ্লাইটের সময়সূচিতেও পরিবর্তন আসতে পারে। তাই যাত্রীদেরকে তাদের এয়ারলাইন্স এবং বিমানবন্দর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রেখে সময়সূচি সম্পর্কে অবগত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের এই সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং তারা এই সংস্কার কাজ দ্রুত শেষ করার জন্য সর্বাত্মক চেষ্টা করছে।