ভারতের দিল্লির একটি শিশু হাসপাতালে শনিবার রাতে আগুন লেগেছিল। তাতে দগ্ধ হয়ে মারা গেছে সাত নবজাতক।
চিকিৎসাধীন অবস্থায় ছয় জনের মৃত্যু হয়। রবিবার সকালে মৃত্যু হয়েছে আরও এক শিশুর। আহত অবস্থায় আরও কয়েক জনের চিকিৎসা চলছে অন্য একটি হাসপাতালে।
হাসপাতালে শনিবার রাতে অনেক সদ্যজাত শিশু চিকিৎসাধীন ছিল।
এর আগে শনিবারই গুজরাটের গেমিং জোনে আগুন লেগে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নয় জন শিশুও ছিল।